প্রাচীন অরোবোরেস প্রতীকে দেখা যায় একটি সাপ নিজের লেজের প্রান্ত হতে নিজেকে গিলে খাচ্ছে। এই ঘটনাটিও কিছুটা তেমনই বটে। সম্প্রতি অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিং রেপটাইল সেন্টার থেকে একটি ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা যায় দর্শনার্থীরা একটি অজগরকে খোলস বদলাতে দেখছেন। কিন্তু খোলস বদলের পর সাপটি নিজের মৃত চামড়ার খোলসের ভিতরেই একটি সীমাহীন বৃত্তীয় পথে আটকে যায়!
এই কেন্দ্রের সরীসৃপ গবেষকগণ নিশ্চিত নন কিভাবে সাপটি এই লুপে আটকে গিয়েছিলো কিন্তু তাঁরা পর্যবেক্ষন করেছেন এটি খোলস থেকে বের হতে না পেরে একই বৃত্তাকার পথে তিনঘন্টা শুধু ঘুরে বেড়িয়েছে। স্টিমি নামের সাপটি এর পরে অবশ্য খোলস থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় একটি ছিদ্র তৈরি করে এবং অবশেষ হিসেবে পড়ে থাকে চমৎকারভাবে নির্মিত একটি বৃত্তাকার টানেল।
সরীসৃপ কেন্দ্রটির ফেসবুক পোস্ট থেকে বলা হয়, এটি দেখতে একটি গাড়ির স্টিয়ারিং চাকার মতো এবং তাদের দীর্ঘদিনের ব্যাবসায় এধরনের কিছু আগে কখনো দেখা যায় নি। এই সংক্রান্ত ভিডিওটি নিচে যুক্ত করা হলো।