শুষ্ক সাহারায় ৩৭ বছরের মধ্যে প্রথম তুষারপাত

0
282

ডিসেম্বরের ১৯ তারিখে সাহারা মরুভুমিতে তুষারপাত হয়েছে যা নাসার ল্যান্ডস্যাট ৭ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ছবি তোলা হয়েছে।

ল্যান্ডস্যাটে বিদ্যমান Enhanced Thematic Mapper এবং দৃশ্যমান-আলোর ক্যামরা এই ছবিগুলো তুলেছে এবং প্রকান্ড আফ্রিকান মরুভুমিটির ৩৭ বছর পরে পতিত তুষার পাতের ছবি তুলেছে।

ছবিতে যেই বরফে ঢাকা অঞ্চল দেখা যাচ্ছে তা মরুভূমির উত্তর প্রান্তে, মরক্কো-আলজেরিয়ান সীমান্তে এবং আইন সাফরা শহরের কাছে অবস্থিত। নিচে সম্পূর্ণ ছবিটি দেখানো হলো।

nasa-sahara-ice

নিচের ছবিগুলো গতকয়েকবছরে তোলা হয়েছে, যেগুলো হতে একটি তুলনামূলক চিত্র পাওয়া যাবে। শেষ ছবি ২০১৬ এর ২১ ডিসেম্বরে তোলা যা থেকে তুষারপাতের অবস্থান পাওয়া যাচ্ছে।

morocco_tmo_2016356

নাসা উল্লেখ করেছে, আফ্রিকা মহাদেশে তুষারপাত খুব বিরল নয়। কিলিমানজারোর মতো সুউচ্চ পর্বতগুলোতে নিয়মিতই তুষারপাত হয় এবং এধরনের জায়গাগুলোতে মানুষ বরফপৃষ্ঠের স্কিও করে থাকে।

তুষারপাতের সময় আলোকচিত্রী করিম বাওচেতাতা যথাসময়ে যথাস্থানে ছিলেন ভূমি থেকে সাহারার এই তুষারপাতের ছবি তোলার জন্য। তিনি সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছেন।

today…my beautiful city

Posted by Karim Bouchetata on Monday, December 19, 2016

– বিজ্ঞান পত্রিকা ডেস্ক

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.