আইসল্যান্ডে ত্রিমাত্রিক একটি জেব্রা ক্রসিং ব্যবহারে অপেক্ষাকৃত ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। এটি একধরনের দৃষ্টি বিভ্রম এবং ইসাফজুরোর নামের একটি ছোট মৎসজীবী গ্রামে এই ক্রসিংটি তৈরি করা হয়েছে। এই জেব্রা ক্রসিংটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন দূর হতে দেখে একে মনে হয় চৌকোনা কিছু বাক্স সড়কের উপর ভেসে বেড়াচ্ছে।
ভারতের নয়া দিল্লীতে এধরনের ব্যবস্থা দেখে পরিবেশবিদ রালফ ট্রায়লা নিজের দেশে এই ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা করেন। ট্রায়লা রাস্তায় যানবাহনের গতি হ্রাসের উপায় নিয়ে গবেষণা করার সময় দিল্লির এই ব্যবস্থাটি তাঁর চোখে পড়ে। অতপর তিনটি রাস্তায় দাগটানার একটি কোম্পানীর সাথে এই বাস্তবায়নে কথা বলেন। জেব্রা ক্রসিংটি আঁকার আগে কয়েকসপ্তাহ এটি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হয় এবং অবশেষে নিখুঁতভাবে এটি স্থাপন করা হয়।
মানব চোখে এর দৃশ্যায়ণ অসাধারণ। এই বিভ্রমটি চোখের অবস্থানের সাথে সাথে বদলাতে থাকে। উপর থেকে দেখে মনে হয় সাদা রেখাগুলো একটি করে দেয়াল তৈরি করেছে রাস্তা বরাবর। আর গাড়িচালকের চোখ থেকে মনে হবে কতগুলো সাদা বাক্স রাস্তার উপরে ভেসে বেড়াচ্ছে।
বিজ্ঞান পত্রিকা প্রকাশিত ভিডিওগুলো দেখতে পাবেন ইউটিউবে। লিংক:
১. টেলিভিশনঃ তখন ও এখন
২. স্পেস এক্সের মঙ্গলে মানব বসতি স্থাপনের পরিকল্পনা
3. মাইক্রোস্কোপের নিচের দুনিয়া