মাকড়শার জালের চাদরে ছেয়ে গেল সমগ্র জমি

0
301

নিউজিল্যান্ডের একটি উদ্যানের দর্শনার্থীরা সম্প্রতি একটি ঘাসের জমিকে ফুলের বদলে মাকড়শার জালে ছেয়ে যেতে দেখেছেন। এটি তৈরি হয়েছে হাজার হাজার ক্ষুদ্রাকৃতির মাকড়শার বুননের মাধ্যমে।

একজন দর্শনার্থী ট্রেসি মারিস এই অদ্ভুতুড়ে ঘটনাটি পর্যবেক্ষণ করেন এপ্রিলের ১৬ তারিখ। তিনি এই সিল্কের জালের ভিডিও ফুটেজ ধারন করেন । এই জালের চাদর প্রায় ৯৮ ফুট দীর্ঘ এবং ৭ থেকে ১০ ফুট প্রশস্ত।

প্রাথমিকভাবে মারিস ভেবেছিলেন এই জালটি পরিত্যাক্ত, কিন্তু কাছে গিয়ে তিনি এবং তাঁর পরিবার লক্ষ্য করেন এই চাদরের উপরের দিকে ছোট কালো কালো বস্তু। এগুলো ছিলো মূলতঃ হাজারে হাজারে ক্ষুদ্র মাকড়শা।

মারিস এই মাকড়শাগুলোকে সনাক্ত করেন সুনামি অধ্যুষিত এলাকায়। এই উঁচু ভুমিটি বেশ চকচকে অবস্থা ধারন করে সুনামি আক্রমনের পর। সম্ভবতঃ এই সুনামির ফলে মাটিস্থঃ মাকড়শাগুলো নতুন আশ্রয়ের সন্ধানে উঁচু ভুমির খোঁজে এই ভুমি দখল করে।

-বিজ্ঞান পত্রিকা ডেস্ক

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.