নিচের ছবিগুলোতে পাতার প্রান্তীয় খাঁজগুলোতে যে পানির ফোঁটা দেখা যাচ্ছে তা শিশির নয়। বরং এগুলো উদ্ভিদের অভ্যন্তরীন রস যা গাটেশন (guttation) নামক এক প্রক্রিয়ায় নিঃসৃত হয়।
পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের প্রস্বেদন ঘটে। আর রাতের বেলায় পত্ররন্ধ বন্ধ থাকে। এদিকে উদ্ভিদের মূলে অভিশ্রবণ প্রক্রিয়া পানি প্রবেশ করে এবং তা পরিবহন টিস্যুগুলোতে উপরের দিকে চাপ দেয়। চাপের পরিমান যথেষ্ট বেশী হয়ে হলে পাতার খাঁজ ইত্যাদির মাধ্যমে অনেক সময় অতিরিক্ত পানি বের হয়ে ফোঁটার আকারে জমা হয়। এই প্রক্রিয়াকে গাটেশন বলা হয়।