লেন্টিকুলার বা লেন্সসদৃশ মেঘ

0
438

লেন্টিকুলার মেঘ (Lenticular cloud) বা লেন্সসদৃশ মেঘ: অনেক সময় ইউএফও (UFO) মেঘও বলা হয়। পার্বত্য এলাকায় বায়ুপ্রবাহ বাধাগ্রস্থ হয়ে অনেক সময় একই স্থানে পাক থেকে থাকে। এই অবস্থায় বায়ুর অংশবিশেষ উপরের দিকে উঠে গিয়ে শীতল হয়ে এই ধরনের মেঘ তৈরি করতে পারে। এই ধরনের মেঘ দেখে অনেক সময় UFO দেখা গেছে বলে ভুল হয় এবং অনেকেই দাবী করে বসে যে তারা UFO দেখেছে।

This slideshow requires JavaScript.

 

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.