পোলান্ডের শহরে স্থাপিত হচ্ছে প্রভাময় সাইকেলের রাস্তা

0
235

এই রাস্তাগুলো শুধু শীতের রাতের সাইকেল চালনানোর যন্ত্রনাই লাঘব করবে না বরং বিদ্যুৎখরচ এবং ‘আলোক দূষণ’ও কমাবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে এধরনের রাস্তা উত্তর পোলান্ডের ছোট শহর লিডজবার্ক ওয়ারমিনস্কিতে বসানো হয়েছে।

এই রাস্তাগুলো তৈরি হয়েছে সহস্র ‘লুমিনোফোর’ দিয়ে। এই কৃত্রিম বস্তুগুলো দশঘন্টা ধরে ক্ষীনমাত্রার আলো নিঃসরণ করতে পারে, পারে দিনের বেলায় সূর্যালোকের মাধ্যমে ‘রিচার্জ’ হয়। এর ফলে, এই বাতিগুলো পুরোপরি স্বনির্ভর এবং কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হয় না। ফলে এটি শুধু দেখতেই সুন্দর নয়, বরং প্রচলিত ল্যাম্পপোস্টের বিকল্প হিসেবে পরিবেশ রক্ষায় পৃথিবীর জন্যও ভালো।

যদিও প্রতিপ্রভা বিভিন্ন বর্ণের তৈরি করা যায়, তবে এই কোম্পানী এবং শহর কর্তৃপক্ষ সার্বিক পরিবেশের কথা চিন্তা করে নীল আলো নির্ধারণ করেছেন। যদি এই প্রকল্প সফল হয় তাহলে তাঁরা আশা করছেন ইউরোপের অন্যান্য শহরেও এই ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই কোম্পানীটিই এইধরনের উদ্যোগে প্রথম নয়। নেদারল্যান্ডেওএধরনের প্রভাময় রাস্তা রয়েছে। তবে এতে পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে আলাদাভাবে কোনো বিদ্যুতের সরবরাহ করতে হয় না।

glowing-road2

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.