সব গবেষণার তথ্য সবার জন্য উন্মুক্ত করে দিল নাসা

0
318

নাসা ঘোষনা করেছে, তারা নিজের অর্থায়নে অদ্যাবধি যত গবেষণা প্রকাশ করেছে সব সাধারণ্যের জন্য উন্মুক্ত করে দেবে কোনো ধরনের খরচ ব্যাতিরেকেই। সেই লক্ষ্যে তারা একটি ওয়েব পোর্টাল চালু করতে যাচ্ছে যাতে প্রবেশাধিকারে কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

এই নতুন অনলাইন আর্কাইভটি চালু হচ্ছে নাসার নতুন একটি নীতিমালার আওতায়; এই নীতিমালা অনুযায়ী নাসার অর্থায়নে করা গবেষণাগুলো যেগুলো পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত তা একবছরের মধ্যে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে।

নাসার সহকারী প্রকাশক ডাভা নিউম্যান বলেন, “নাসায় আমরা বৈজ্ঞানিক এবং প্রাযক্তিক তথ্য উন্মুকরণের এই সুযোগ উদযাপন করছি। উন্মুক্ত প্রবেশাধিকারের মাধ্যমে এবং উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে আমরা বৈশ্বিক সম্প্রদায়কে মাটি, বায়ুমন্ডল এবং মহাশূন্য উদ্ঘাটনে আমাদের সাথে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

নাসার এই উন্মুক্তকৃত তথ্যভান্ডারটির নাম হচ্ছে PubSpace এবং সাধারণ ভাবে ব্রাউজ করে যে কেউ এখানে প্রকাশিত যে কোনো তথ্য সংগ্রহ ও ডাউনলোড করে নিতে পারবে। এখন পর্যন্ত এই তথ্যভান্ডারে ৮৬১ টি গবেষণাপ্রবন্ধ রাখা হয়েছে যা খুব শিঘ্রই বহুলাংশে বাড়বে।

এই তথ্য ভান্ডারটি ব্রাউজ করা যাবে এই লিংক থেকে।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.