মাইক্রোস্কোপের নীচের জগৎ

1
594

খালি চোখে আমরা অনেক কিছুই দেখতে পাইনা। অতিক্ষুদ্র সেই বস্তুগুলো মাইক্রোস্কোপের নীচে অসাধারণ দেখায়। তেমনই বেশ কিছু ছবি আজ তুলে ধরা হলো। ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগ্রহ করা হয়েছে।

কম্প্যাক্ট ডিস্ক তথা সিডির পৃষ্ঠ
জমাট বাঁধা রক্ত
ফুটবল জার্সির কাপড়
গিটারের তার
সুতো পরানো সুঁই
ডাকটিকেটের ছিঁড়ে নেওয়া ধার
পরিশোধিত ও অপরিশোধিত চিনির দানা
টয়লেট টিস্যু
দাঁত মাজার ব্রাশের ব্রিসল
বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট
ব্যবহৃত কটনবাড
ভেলক্রো

[দ্বিতীয় পর্ব দেখুন এখানে]

বিজ্ঞান পত্রিকা প্রকাশিত ভিডিওগুলো দেখতে পাবেন ইউটিউবে। লিংক:
১. টেলিভিশনঃ তখন ও এখন
২. স্পেস এক্সের মঙ্গলে মানব বসতি স্থাপনের পরিকল্পনা

1 মন্তব্য

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.