মাইক্রোস্কোপের নীচের জগৎ-২

1
783

[প্রথম পর্ব দেখুন এখানে]

খালি চোখে আমরা অনেক কিছুই দেখতে পাইনা। অতিক্ষুদ্র সেই বস্তুগুলো মাইক্রোস্কোপের নীচে অসাধারণ দেখায়। তেমনই বেশ কিছু ছবি আজ তুলে ধরা হলো। ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগ্রহ করা হয়েছে।

স্টিলের সূক্ষ ফাটল
লবন-মরিচ
প্রজাপতির পাখা
বিদীর্ন হওয়া রক্তের কৌশিক নালিকা। সেখান দিয়ে লোহিত রক্ত কণিকা বেরিয়ে আসছে।
কফির গুড়া
ক্ষতস্থানের সেলাই
মাথার উকুন
কম্পিউটার চিপ
মশার চোখ
পাতার পত্ররন্ধ্র
ইঞ্জেকশনের সিরিঞ্জে লোহিত রক্ত কণিকা

[প্রথম পর্ব দেখুন এখানে]

বিজ্ঞান পত্রিকা প্রকাশিত ভিডিওগুলো দেখতে পাবেন ইউটিউবে। লিংক:
১. টেলিভিশনঃ তখন ও এখন
২. স্পেস এক্সের মঙ্গলে মানব বসতি স্থাপনের পরিকল্পনা

1 মন্তব্য

মন্তব্য করুন