নতুন আবিষ্কৃত গভীর সমুদ্রের এই প্রানী আতশবাজির মতো দেখতে

0
706

উদ্ঘাটন জাহাজ নটিলাসে অবস্থানকারী গবেষকগণ ২০১৮ সাল শুরু করেছেন তাঁদের নিজেদের ধাঁচের আতশবাজি দিয়ে!

তাঁর একটি জেলিফিশ আবিষ্কার করেছেন যা পানির নিচে আতশবাজির প্রদর্শনীর মতোই দেখতে। এর বৈজ্ঞানিক নাম Halitrephes maasi

জাহাজের একজন কর্মী হারকিউলিস নামের একটি দূর-নিয়ন্ত্রিত গভীর সমুদ্রের বাহনের মাধ্যমে এই জেলিফিশের ছবি তোলেন।

গত নভেম্বরের ১৩ তারিখে মেক্সিকোর বাহা ক্যালিফোর্ণিয়ার সমুদ্রতটের ৪৮০ কিলোমিটার দূরে রেভিলাগিগেডো দ্বীপপুঞ্জের কাছে ১২২৫ মিটার গভীরে জেলিফিশের এই টেনট্যাকলগুলো দৃশ্যমান হয়।

যদিও ছবির এই জেলিফিশটি আলোর প্রদর্শনী দেখাচ্ছে কিন্তু অধিকাংশ জেলিফিশেরই জীবন কাটে গভীর অন্ধকারে। গবেষকদের এই অভিযানে ৬৪ মিটার দীর্ঘ অত্যাধুনিক সমুদ্রযানে করে রেভিলাগিগেডো দ্বীপপুঞ্জের নিকটে ডুবো আগ্নেয়গিরি খোঁজা হচ্ছে।

অভিযানের গণমাধ্যম সমন্বয়কারী সামান্থা উইশনাক বলেন, “আমাদের অভিযানটি হলো নিখাদ সমুদ্র অনুসন্ধান। ফলে আমরা প্রায়ই এমন সব জিনিসের সম্মুখীন হয় যা দেখে আমরা অভ্যস্ত নই। এই ক্ষেত্রে আমাদের দল সমুদ্রের তলদেশ হতে জৈব নমুনা সংগ্রহ করছিল এবং তখনই এই জেলিফিশটি নজরে আসে।”

এবাই প্রথম নয়, গবেষকদল এর আগেও আমাদের জানাশোনার গণ্ডির বাইরের অদ্ভুত দর্শন বিভিন্ন প্রানীর ভিডিও ফুটেজ ধারন করে পত্রিকার শিরোনাম হয়েছে। [iflscience.com অবলম্বনে]

 

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.