পৃথিবীর চেয়ে বাসযোগ্য গ্রহের উপস্থিতির সম্ভাবনা!

0
456

মহাবিশ্বে পৃথিবীর চেয়ে মনোরম বিশ্বের উপস্থিতি থাকা বেশ স্বাভাবিক এবং ইঙ্গিতে মনে হচ্ছে এমন একটি গ্রহ মাত্র চার আলোকবর্ষ দূরেই অবস্থান করছে।

“যখন আমি বাচ্চা ছিলাম, আমি সবসময় আলফা সেন্টরাইয়ের দিয়ে তাকিয়ে থাকতাম”- বলেছেন এডওয়ার্ড বেনডক, যিনি তাঁর জীবদ্দশায় আবিষ্কার করেছেন আলফা সেন্টরাই আসলে একটি নয় দুটি তারা।

ত্রিশ বছরের বেশী সময় পরে বেন্ডক এখন নাসার Ames Research Center এ কাজ করছেএবং ধারনা করছেন আলফা সেন্টরাই এর চেয়ে আরো চমৎকার একটি গূঢ় বিষয় লুকিয়ে রেখেছে। তারা দুটির একটিকে ঘিরে এমন একটি গ্রহের আবর্তনের সম্ভাবনা রয়েছে যেটি এমনই প্রাণের প্রাচুর্যে পূর্ন যে পৃথিবীকে তার নিকট নস্যি মনে হয়।

এবং যেহেতু এটি মাত্র ৪.৪ আলোকবর্ষ দূরে আছে আমরা হয়তো একটি অনুসন্ধান যন্ত্র তৈরি করতে পারব যা কয়েক দশকের মধ্যে এই গ্রহটিতে পৌঁছে তথ্য সংগ্রহ করতে পারবে। এমন একটি পরিকল্পনাই স্টিফেন হকিং বিলিয়ন ডলার খরচ করে তৈরি করছেন। এক প্রজন্মের মধ্যেই আমরা এই গ্রহটির খুঁটিনাটি জেনে ফেলার সম্ভাবনা আছে।

-বিজ্ঞান পত্রিকা ডেস্ক

বিজ্ঞান পত্রিকা প্রকাশিত ভিডিওগুলো দেখতে পাবেন ইউটিউবে। লিংক:
১. টেলিভিশনঃ তখন ও এখন
২. স্পেস এক্সের মঙ্গলে মানব বসতি স্থাপনের পরিকল্পনা

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.