সাংহাইয়ে গড়ে উঠছে অত্যাধুনিক ও বিপুলাকায় উলম্ব খামারের অঞ্চল

0
329

সাংহাই এর টাওয়ারসদৃশ উঁচু স্থপনাগুলোর জন্য প্রসিদ্ধ। কিন্তু এই শহরের একটি বড় অংশ অদূর ভবিষ্যতে উলম্ব খামারে পরিণত হতে যাচ্ছে যেখানে ফলমূল এবং শাকসবজি উৎপাদিত হবে।

এই শহর ২৫০ একরের একটি কৃষি জেলা নির্মানের উদ্যোগ নিয়েছে যে স্থানটি একই সাথে কাজের, বসবাসের, কেনাকাটার এবং চাষ-বাসের জন্য ব্যবহৃত হবে। এতে থাকবে নতুন নতুন ভবন, পার্ক, গৃহ, দোকান, রেস্টুরেন্ট, বিজ্ঞান জাদুঘর এবং শস্য উৎপাদনের গ্রীন হাউজ। এই গ্রীন হাউজগুলোর একটি অংশ জলীয় চাষ পদ্ধতিতে এবং কৃত্রিম এলইডি বাতির আলোর মাধ্যমে পরিচালিত হবে।

ডিজাইন কোম্পানী সাসাকি সম্প্রতি এই জেলার মাস্টারপ্ল্যান তৈরি করেছে। এটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শহরের একটি অংশ কৃষি-প্রযুক্তি সংযোগে পরিণত হয়। ১৯৯০ এর দশকের মাঝামাঝিতে সাংহাই শহর কর্তপক্ষ শহরের ৩.৬ বর্গমাইলক্ষেত্রকে কৃষি উৎপাদন এলাকা হিসেবে ঘোষনা করে।

নতুন এই কৃষি অঞ্চলের নাম দেওয়া হয়েছে সানকুইও, যা শহরের আন্তর্জাতিক বিমানবন্ধর এবং শহরকেন্দ্রের মাঝামাঝি অবস্থান করবে।

-বিজ্ঞান পত্রিকা ডেস্ক

 

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.