জাপানের চিচিবু শহরে (টোকিও থেকে ২০০ কিলোমিটার দূরে) একটি পাথরের জাদুঘর আছে যেখানে ১৭০০ টি মানুষের মুখাবয়বসদৃশ পাথর সংগ্রহ করে রাখা হয়েছে। এই পাথরগুলোর আকৃতি প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে। এর মধ্যে একটি রয়েছে এলভিস প্রিসলির মুখাবয়বের আদলে। ছবি দেখুন নিচের স্লাইড শো থেকে।