দেশের সব গন্ডারের শিং কেটে দিচ্ছে জিম্বাবুয়ে

0
460

বনদস্যু বা পোচারের হাত থেকে গন্ডারদের বাঁচাতে নতুন এক পন্থা অবলম্বন করেছে জিম্বাবুয়ে: এটি এর দেশের গন্ডারগুলোকে ধরে ধরে শিং কেটে দিচ্ছে। মূলতঃ শিংয়ের জন্যই বনদস্যুরা গন্ডার হত্যা করে থাকে। গতবছর শিংয়ের জন্য ৫০ টি গন্ডারকে হত্যা করা হয়েছিলো যা তার আগের বছরের দ্বিগুণ। সেই সাথে বাচ্চা গন্ডারদের হিসেবে রাখার জন্য কান কেটে চিহ্ন যুক্ত করা হচ্ছে।

২০১০ সালে গন্ডারের শিংমুক্ত করার একটি ঘটনা।

সারা দেশে সরকারী আওতাধীন বিভিন্ন জাতীয় উদ্যানের প্রায় ১০০ গন্ডারকে শিংমুক্ত করা হবে। তবে ব্যক্তিগত বিভিন্ন উদ্যানের আওতাধীন প্রায় ৬০০ গন্ডার রয়েছে যেগুলোকে শিংমুক্ত করা হবে কিনা তা নিশ্চিত নয়। শিংমুক্তকরণ প্রক্রিয়ায় সরকারকে সাহায্যকারী সংস্থা Aware Trust Zimbabwe এর পরিচালক লিসা মারিবিনি বলেন, “আমরা বনদস্যুদের একটি বার্তা দিতে চাই যে তার জিম্বাবুয়ের দিকে এসে কিছুই পাবে না।” ২০১০ সালের দিকেও এধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিলো।

দারিদ্রসংকুল আফ্রিকাতে বিভিন্ন মূল্যবান অঙ্গের জন্য প্রানী হত্যা একটি বড় ধরনের সমস্যা। সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর ধারনা অনুযায়ী শিংয়ের জন্য গতবছর ১৩০৫ টি গন্ডার হত্যা করা হয়েছে আফ্রিকা জুড়ে।

⚫ বিজ্ঞানপত্রিকা ডেস্ক

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.