ইউরোপীয় মঙ্গলযান বিধ্বস্ত হওয়ার স্থান সনাক্ত

0
291

গত বুধবারের মঙ্গলের বুকে যে শিয়াপারেল্লি মঙ্গলযানের অবতরণ হওয়ার কথা ছিলো তার বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পেয়েছে আমেরিকান স্যাটেলাইট।

_92021599_2ed91df6-4972-4745-a8ad-7dc1b6e33361
ছবিতে দেখতে পাওয়া কালো ও সাদা বিন্দু দুটো যথাক্রমে সংঘর্ষস্থান এবং প্যারাশূট বলে মনে করা হচ্ছে।

মার্স রিকনেইসেন্স অরবিটার (MRO) নামে পরিচিত মঙ্গলের চারদিকে প্রদক্ষিণরত এই স্যাটেলাইটটি রোবটটির অবতরণের উদ্দেশ্যপূর্ণ স্থানটিতে একটি কালো অবয়ব সনাক্ত করেছে যার চারপাশে উচ্চগতির সংঘর্ষের লক্ষণও দেখা যাচ্ছে।

ধারনা করা হয় অবতরণের কিছু আগে শিয়াপারেল্লির অবতরণ ব্যবস্থা বিকল হয় এবং রোবটযানটি মঙ্গলের বুকে বিধ্বস্ত হয়। সেই মূহুর্তে এই রোবটটি সংকেত প্রেরণ বন্ধ করে দিয়েছিলো

অবতরণকালে রোবটটির প্যারশুটটি সময়ের আগেই খুলে যায় এবং এর গতিরোধক ক্ষুদ্র রকেটগুলো অবতরণের মাত্র কয়েকসেকেন্ড আগে প্রজ্জ্বলিত হয় ফলে অবতরণের আগে এর গতিরোধ করা সম্ভব হয় নি। রকেটগুলোর অন্ততঃ আধামিনিট আগে চালু হওয়া প্রয়োজন ছিলো।

তবে MRO এর পাঠানো ছবি থেকে সুনির্দিষ্টভাবে কিছু বোঝা যায় না, কারণ ছবির রেজ্যুলেশন খুবই কম- প্রতিটি পিস্কেল প্রায় ছয়মিটার ব্যাপ্তি নির্দেশ করে। অবশ্য মঙ্গলযানটিকে যারা পাঠিয়েছে, সেই ইউরোপীয় মহাকাশ সংস্থা আত্মবিশ্বাসী যে এই ছবি শিয়পারেল্লির ধ্বংসাবশেষেরই ছবি।

-বিজ্ঞান পত্রিকা ডেস্ক

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.