চিকিৎসাক্ষেত্রে ঘোষনার মাধ্যমে শুরু হলো ২০১৬ সালের নোবেলযজ্ঞ

0
234

আজ সুইডেনের স্টকহোমে নোবেল কমিটি ২০১৬ সালের প্রথম নোবলটি ঘোষনা করেছে চিকিৎসাক্ষেত্রে: টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজীর ইওশিনোরি ওহসুমি অটোফ্যাগি প্রক্রিয়ার মূলনীতি আবিষ্কার করার জন্য এই পুরষ্কার পেয়েছেন।

yoshinori-ohsumi_popup
ইওশিনোরি ওহসুমি

অ্যাটোফ্যাগি টার্মটির অর্থ মূলতঃ স্বয়ং-ভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলা। এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোষগুলো তাদের অভন্তরস্থ ক্ষতিগ্রস্থ অঙ্গাণুগুলোকে এবং এলোমেলোভাবে ভাঁজ হওয়া প্রোটিনগুলোকে হজম করে ফেলে কোষাভ্যন্তরীণ পরিবেশ যথাযথ রাখে।

এই প্রক্রিয়াটিকে যথাযথভাবে বোঝার জন্য জাপানী অণুজীববিজ্ঞানী ইওশিনোরি ওহসুমি মূল অবদান রাখেন। তাঁর কাজের মাধ্যমেই এই কাজে নিয়োজিত জিনগুলোর কোডের যথাযথ অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। সেই সাথে এই কোডের অনুলিপিতে ভুল হয়ে কিভাবে পারকিনসন’স বা টাইপ২ ডায়বেটিসের মতো রোগগুলো হয় তা জানা যায়।

সম্মানজনক নোবেল পদকের সাথে সাথে ওহসুমি আট মিলিয়ন সুইডিশ ক্রোনার বা নয় লাখ চল্লিশ হাজার মার্কিন ডলারও পাবেন।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.