বিজ্ঞানের পত্রিকা নাম শুনলেই আমাদের মনে যে খটোমটো একটা মনোভাবের তৈরী হয়, তার গন্ডি ভেঙ্গে আমাদের চেনা জগতের বিজ্ঞানকে সহজভাবে উপস্থাপন করাই এই সাইটের অন্যতম উদ্দেশ্য ।আমাদের দেশে বিজ্ঞানের লেখাজোখা অনেকটাই ‘মহাকাশ’ নির্ভর, বিজ্ঞানের ‘এই পরিচয়’ টাও ভাঙ্গতে চাই আমরা । বিজ্ঞান বলতে আমরা বুঝি সমাজ, প্রকৃতি-পরিবেশ ও ভূগোল সহ বিজ্ঞানের প্রচলিত সব শাখা ।
বিজ্ঞানের সাড়া জাগনো নব আবিষ্কার, আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ সব সমস্যার সমাধান, জনস্বাস্থ্য ইত্যাদিসহ নানা খবর, প্রবন্ধ, ছবি থাকবে এই সাইটে । বিজ্ঞান যে মানুষের জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে তার ধারাবাহিক উপস্থাপন করে যাবে এই সাইট ।
তথ্য, উপদেশ, পরামর্শ ও প্রশ্নোত্তরের জন্য যোগাযোগ করুন:
ইমতিয়াজ আহমেদ,
সম্পাদক, বিজ্ঞান পত্রিকা
ইমেইল: imteaz2004@gmail.com
এহতেশামুল কবীর লোটন
ওয়েব মাস্টার
ইমেইল: eklotan@gmail.com