বিজ্ঞান পত্রিকা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপন হতে পারে এবছরের শেষ নাগাদ

স্পেস এক্স নামক বেসরকারী মহাশূন্য গবেষনা প্রতিষ্ঠান এবছরের শেষ নাগাদ তাদের প্রকান্ড আকারের রকেট ফ্যালকন হ্যাভি(Falcon Heavy) উৎক্ষেপন করার পরিকল্পনা করছে। এটিই বর্তমানে চালু থাকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট।

যদিও ইলোন মাস্কের প্রতিষ্ঠিত এই কোম্পানী এখনো আনুষ্ঠানিক ঘোষনা দেয় নি, তবে নাসা সংশ্লিষ্ট একটি ওয়েবসাইট বিবৃত করেছে কোম্পানীটি তাদের এই রকেটটি উৎক্ষেপনের জন্য ডিসেম্বরের শেষের দিকে একটি তারিখ নির্ধারণ করছে।

উৎক্ষেপন সম্পন্ন হলে ২০১৭ সাল হবে স্পেস এক্স কোম্পানীর জন্য অন্যতম সফল একটি বছর। এই বছরে তাদের মোট উৎক্ষিপ্ত রকেটের সংখ্যা হবে ১৬ যার মধ্যে ১৩ টি ক্ষেত্রে রকেটের প্রথম ধাপ পুনঃব্যবহারের জন্য অবতরণ হবে।

এই বছর নাগাদ স্পেস এক্সের আরো তিনটি উৎক্ষেপনের পরিকল্পনা হয়ে গেছে। নভেম্বরের ১৬ তারিখে একটি রহস্যাবৃত উৎক্ষেপন করা হবে যার ডাক নাম দেওয়া হয়েছে Zuma। এছাড়া ডিসেম্বরের চার তারিখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য মালপত্র পরিবহনের জন্য ড্রাগন কার্গো ফ্লাইট যাত্রা করবে। ডিসেম্বরের ২২ তারিখে একটি ইরিডিয়াম কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হবে।

-বিজ্ঞান পত্রিকা ডেস্ক

Exit mobile version