বিজ্ঞান পত্রিকা

স্পেস এক্স’র ডিজাইন করা নতুন নভোচারী পোশাক উন্মুক্ত করেছেন ইলোন মাস্ক

বেশ কিছুদিন ধরে স্পেস এক্স একের পর এক অনিন্দ্য রকেট উদ্বোধন করে আসছে। নভোচারীদের পরিহিত পোশাকের বিষয়ে এতদিন কোম্পানীটির কোনো তৎপরতা দেখা যায় নি। তবে অপেক্ষার পালা শেষ। ইলোন মাস্ক কেবলই তাঁর ইন্সটাগ্রাম একাউন্ট থেকে স্পেস এক্সের ডিজাইনকৃত নতুন নচোচারী পোষাক বা স্পেস স্যুটের একটি ছবি প্রকাশ করেছেন।

ছবির সাথে তিনি লেখেন, ” পোশাকটি কার্যকর (কেবল দেখানোর জন্য নয়)” এবং বলেন এটি “দ্বিগুণমাত্রার বায়ুশূন্য চাপে” পরীক্ষা করা হয়েছে।

এই মহাশূন্য পোষাক ডিজাইন করা হয়েছে এই কোম্পানীর নিজস্ব ড্রাগন ক্যাপসুলে ব্যবহারের জন্য। এগুলো চাপীয় পোশাক, যার মানে হলো এগুলোকে গভীর, অন্ধকার, বায়ুবিহীন মহাশূন্যে ব্যবহার করা যাবে না।

পোষাকগুলোর মূল কাজ হলো আকস্মিকভাবে মহাশূন্যযানের চাপ কমে গেলে নভোচারীকে রক্ষা করা। পোষাকগুলো কবে নাগাদ ব্যবহার করার সুযোগ তৈরি হবে সেই বিষয়ে এখনো বিস্থারিত জানা যায় নি। [iflscience.com অবলম্বনে]

-বিজ্ঞান পত্রিকা ডেস্ক

Exit mobile version