প্রকৌশলী স্টিভ ম্যাক্সওয়েল তিনটি নিওডাইমিয়াম চুম্বক, এক পরত অ্যামুমিনিয়াম ফয়েল এবং একটি AA আকারের ব্যাটারী দিয়ে তৈরি করেছেন নিজের স্বয়ংক্রিয় চৌম্বক গাড়ি। তিনি বলেন, “এটা খুবই মজাদার বৈজ্ঞানিক পরীক্ষা। আপনি এখান থেকে তড়িৎক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়া দেখতে পাবেন।”
ম্যাক্সওয়েলের এই ছোট্ট গাড়িটি তৈরি করার জন্য, একটি ছোট আংটি আকৃতির চুম্বক ব্যাটারির ধনাত্মক প্রান্তে সংযুক্ত করুন। ব্যাটারির উভয় প্রান্তে চাকতি আকৃতির চুম্বক যুক্ত করুন। এই চাকতিগুলো গাড়ির চাকা হিসেবে কাজ করবে। তারপর রাস্তা হিসেবে অ্যালুমিনিয়ামের ফয়েল বিছিয়ে দিন। ব্যাটারি এবং ফয়ের মাধ্যমে চুম্বকের মাধ্যমে পরিবাহিতা তৈরি হবে এতে বিদ্যুৎ প্রবাহ চালু হবে। বিদ্যুৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর ক্রিয়া করবে, ফলে এরা একে অপরের সাপেক্ষে বিন্যাস্ত হওয়ার চেষ্টা করবে এবং টর্ক উৎপন্ন হবে। এই টর্কের ফলে সম্পূর্ন ব্যবস্থাটি একটি ঘুর্ণনগতি লাভ করবে এবং চৌম্বক চাকার উপর ভর করে সামনের দিকে এগিয়ে যাবে। তবে সার্কিটের রোধ কম থাকায় খুব অল্প সময়ের মধ্যে ব্যাটারির চার্জ ফুরিয়ে আসবে।
নিচের ভিডিও থেকে বিস্তারিত নির্দেশনা পাবেন।
-বিজ্ঞান পত্রিকা ডেস্ক