বিজ্ঞান পত্রিকা

পাঁচ বছর পর দুটি তারার সংঘর্ষে অলোকিত হবে রাতের আকাশ

সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল এক ভবিষ্যদ্বাণী করেছেন। ২০২২ সালের এক বছর আগে অথবা পরে দুটি তারা একত্রিত হয়ে বিষ্ফোরিত হবে এবং অল্প সময়ের জন্য আকাশের উজ্জ্বলতম বস্তুতে পরিণত হবে।

নক্ষত্রের পতন কখন হবে তা অনুমান করা খুব কঠিন কাজ হলেও গবেষক দল বলেছেন বাইনারি বিশিষ্ট এই যুগল তারার মৃত্যু অবশ্যম্ভাবী যা আগামী কয়েক বছরের মধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌছে যাওয়ার শক্ত প্রমাণ রয়েছে। তাঁরা ২০১৩ সাল থেকে KIC 9832227 নামে পরিচিত এই দুটি তারাকে নিয়ে গবেষণা শুরু করেছেন। এসময় তাঁরা দেখতে পেলেন এদের কক্ষপথের গতি ধীরে ধীরে দ্রুত থেকে দ্রুততর হচ্ছে এবং একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। তারা দুটি এত নিকটবর্তী হয়েছে যে এরা একই বায়ুমন্ডলে অবস্থান করছে।

KIC 9832227 –র আচরণ গবেষক দলকে অপর একটি যুগল তারা V1309 স্কর্পির কথা মনে করিয়ে দিয়েছে। যাদের ঠিক একই রকম যুগ্ম বায়ুমন্ডল ছিলো এবং ঘুর্ণন গতি দ্রুত থেকে দ্রুততর হয়ে ২০০৮ সালে অপ্রত্যাশিতভাবে বিস্ফোরিত হয়েছিলো। দুই বছর নিবিড় পর্যবেক্ষণের পর আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বার্ষিক সভায় দলটি জানায় এই যুগলটি আগামী ৫ বছরের মধ্যে বিস্ফোরিত হবে যাকে “রেড নোভা” নামে অবিহিত করা হয়েছে।

বিজ্ঞানীরা KIC 9832227 কে সামনের বছরগুলোতে নজরজারি করে যাবেন এবং কিভাবে একটি রেড নোভাতে এদের সমাপ্তি ঘটে সে বিষয়ে বিস্তারিত জানবেন। সৌখিন জ্যোতির্বিদগণও এটা পরীক্ষা করতে পারবেন কিভাবে এটি একটি ক্রমবর্ধমান হারে উজ্জ্বলতার মাধ্যমে ওঠানাম করে। আর যখন এটা ঘটবে আমরা সবাই এই প্রদর্শনী উপভোগ করতে পারবো। [সাইন্স- অবলবনে]

-শফিকুল ইসলাম

Exit mobile version