বিজ্ঞান পত্রিকা

ব্যাক্টেরিয়ায় তৈরি চিত্রকর্ম

নিচের ছবিতে যে চিত্রকর্মটি দেখতে পাচ্ছেন তা ব্যাক্টেরিয়া দিয়ে তৈরি করা হয়েছে! গত বছর আমেরিকান সোসাইটি অব মাইক্রোবায়োলজীর পৃষ্ঠপোষকতায় অনুজীবের মাধ্যমে শিল্প সৃষ্টির এধরনের একটি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে নিচের চিত্রটি প্রথম পুরষ্কার লাভ করে।
ব্যাক্টেরিয়া নির্দিষ্ট পরিবেশে সহজে বৃদ্ধি পায়। উপযুক্ত তাপমাত্রা, পুষ্টি এবং অ্যারোবিক ব্যাক্টেরিয়ার ক্ষেত্রে বায়ু সরবরাহ করলে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, তারপর আটটি এভাবে মাত্র আধাঘন্টায় কয়েক কোটি ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। ছবিটি তৈরি করার জন্য অণুজীববিদ প্রথমে পেট্রিডিশে আগার জাতীয় জেলাটিন পদার্থ নেন যা ব্যাক্টেরিয়ার বৃদ্ধির মাধ্যম এবং পুষ্টির উৎস হিসেবে কাজ করে। তারপর এতে বিভিন্ন প্রকরণের ব্যক্টেরিয়া ডিজাইন অনুযায়ী সজ্জিত করা হয়।
হলুদ রং এর জন্য Nesterenkonia, কমলা রং এর জন্য Deinococcus এবং লাল রংএর জন্য Sphingomonas জাতীয় ব্যাক্টেরিয়া নেওয়া হয়। তারপর নির্দিষ্ট সময় পর এগুলো বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে নকশা অনুযায়ী সম্পূর্ন প্লেটে বিস্তৃত হয় এবং রংগুলো তৈরি করে। এর পর ইপোক্সিরেজিন জাতীয় পদার্থ দিয়ে থালার উপরিভাগ ঢেকে দেওয়া হয় যাতে অক্সিজেনের অভাবে এদের বৃদ্ধি থেমে যায় এবং নকশাটি স্থায়ী হয়। নিচে এধরনের আরো কয়েকটি চিত্রকর্ম দেখানো হলো:
-বিজ্ঞান পত্রিকা ডেস্ক
Exit mobile version