বিজ্ঞান পত্রিকা

বিজ্ঞানপ্রেমী তৈরি করলো রিমোট কন্ট্রোল প্লেন

তরিকুল ইসলাম, যশোর জেলার চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বিজ্ঞান ভালোবাসেন। বিজ্ঞান নিয়ে কাজ করতে পছন্দ করেন। আমির খান অভিনীত সিনেমা থ্রি ইডিয়টস দেখে সর্বপ্রথম ড্রোন বানানোর সংকল্প করেন। তরিকুল ইসলামের সংকল্প ছিল দৃঢ়। ২০০৯ সালে দেখা সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিজ চেষ্টায় ড্রোন বানাতে সক্ষম হন।

এসএসসি পরীক্ষার পরবর্তী ছুটি কে ফেলে না রেখে তিনি ড্রোন কিভাবে বানানো যায় তা ইন্টারনেটে ঘাটতে থাকেন। ইন্টারনেটে পড়াশুনা করার পাশাপাশি তিনি তার প্রথম প্রজেক্ট রিমোট কন্ট্রোল প্লেন তৈরি করে ফেলেন। এই রিমোট কন্ট্রোল প্লেন ১.৬ কিলোমিটার থেকে নিয়ন্ত্রণ করা যায়। তরিকুল ইসলাম জানান, বর্তমানে তিনি আরেকটি প্রজেক্ট কোয়াডকপ্টার বানানো নিয়ে কাজ করছেন। কোয়াডকপ্টারের সাথে ক্যামেরা যুক্ত করে তিনি এরিয়াল ফটোগ্রাফি বিষয়ক কাজ করতে চান।

ইন্টারনেট ব্যবহার করে যে অনেক কিছুই করা সম্ভব তার বাস্তব উদাহরণ তরিকুল ইসলাম। বিজ্ঞানের ছাত্র না হয়েও বিজ্ঞান নিয়ে কাজ করা যায়, পাওয়া যেতে পারে নির্দোষ আনন্দ। তরিকুল ইসলামকে বিজ্ঞান পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা।

Exit mobile version