অতিবিরল সাদা জিরাফ সন্তান সহ অবৈধ শিকারীর হাতে নিহত

0
550

দুটি অত্যন্ত বিরল জিরাফকে উত্তর-পূর্ব কেনিয়ায় শিকারীরা হত্যা করেছে বলে জানিয়েছেন সংরক্ষনবিদগণ। কেনিয়ার গ্যারিস্যা কাউন্টির একটি গ্রামে সাদা স্ত্রী জিরাফ এবং তার সন্তানের দেহাবশেষ খুঁজে পাওয়া যায়। এর ফলে এখন পৃথিবীতে মাত্র আর একটি সাদা জিরাফ টিকে রয়েছে।

লিউসিজম নামক একধরনের পরিস্থিতিতে জিরাফের চামড়া সাদা হয়। এর ফলে এদের চামড়ায় কোনো বর্ণকণিকা তৈরি হয় না। ২০১৭ সালে এই সাদা জিরাফগুলোর ছবি তোলা হলে তা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে এবং আলোড়ন সৃষ্টি করে।

ইশাকবিনি হিরোলা কমিউনিটি কনজারভেটরির ব্যবস্থাপক মোহামেদ আহমেদনুর বলেন, “জিরাফ দুটিকে শেষ বার তিন মাসাধিককাল আগে দেখা গিয়েছিল। আমাদের সবার জন্য আজ একটি দুঃখের দিন। সারা পৃথিবীতে আমরাই একমাত্র সম্প্রদায় যারা সাদা জিরাফের দেখাশোনার জন্য নিয়োজিত। এই হত্যা আমাদের বিরল প্রানীগুলোকে সংরক্ষণের যে কঠোর উদ্যোগ, তার প্রতি বড় আঘাত।”

জিরাফ হত্যাকারী শিকারিদের এখনো সনাক্ত করা যায়নি এবং তাদের উদ্দেশ্যও বোঝা যায়নি। কেনিয়ার প্রদান সংরক্ষণ সংস্থা, কেনিয়া ওয়াইল্ড লাইফ সোসাইটি জানিয়েছে তারা জিরাফ হত্যার তদন্ত করছে। [বিবিসি অবলম্বনে]

-বিজ্ঞান পত্রিকা ডেস্ক

মন্তব্য করুন