এ বছরের প্রথম ও একমাত্র সুপারমুন দেখা যাবে আজ ও আগামীকাল

0
371

আগামীকাল সোমবার ২০১৭ সালের একমাত্র সুপারমুনটি দেখা যাবে যখন চাঁদ পূর্ণ অবয়বে থাকবে এবং পৃথিবী হতে এর দূরত্বও সর্বনিন্ম হবে।

আজ ৩ ডিসেম্বর পূর্ণিমা এবং তাই চাঁদ থাকবে পূর্ণ অবয়বে। অপরদিকে আগামীকাল পৃথিবীর সাথে চাঁদের দূরত্ব হবে সর্বনিন্ম। এই সময় চাঁদের আকার চন্দ্রমাসের যেকোন সময়ের তুলনায় বড় দেখা যাবে। যদি সরাসরি দেখার সুযোগ কারো না থাকে তাহলে অনলাইনে দেখা যাবে এই লিংকে

নাম থেকে যতটা মনে হয় সুপারমুন আসলে ততটা অভাবনীয় কিছু নয়। চাঁদ স্বাভাবিকের চেয়ে এই সময় পৃথিবীর সামান্যই কাছে আসে এবং পৃথিবী ও চাঁদের দুরত্ব হয় ৫০,০০০ কিলোমিটার। কাজেই এটিকে স্বাভাবিকের তুলনায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশী উজ্জ্বল দেখায়।

তবে, তারপরও এটিকে বেশ চমৎকারই দেখা যাবে। এবং যদি এটিকে দিগন্ত রেখার কাছাকাছি অবস্থানে রেখে দেখা যায় তাহলে বেশ বড় মনে হয়। সেই সাথে, চাঁদ পৃথিবীর কিছুটা কাছে চলে আসে বলে অন্য সময়ের তুলনায় জোয়ারও কিছুটা তীব্র হয়।

তবে এই বছরের একমাত্র হলেও সামনে লাগাতার বেশ কিছু সুপারমুন আছে। আগামী বছর জানুযারীর ২ এবং ৩১ তারিখেও সুপারমুন দেখা যাবে। [iflscience.com অবলম্বনে]

-বিজ্ঞান পত্রিকা ডেস্ক

মন্তব্য করুন