লাইন ফলোয়ার রোবট কি?
লাইন ফলোয়ার রোবট হচ্ছে এমন একটি যন্ত্র, যেটি একটি নির্দিষ্ট লাইন বা রেখা অনুসরণ করে চলে, হোক সেটি একটি কালো বা একটি সাদা রঙের রেখা। লাইন ফলোয়ার রোবট মূলত দুই ধরনেরঃ একটি হচ্ছে কালো রেখা অনুসরণকারী ফলোয়ার যেটি একটি কালো সরলরেখা অনুযায়ী চলবে, দ্বিতীয়টি হচ্ছে হোয়াইট বা সাদা লাইন ফলোয়ার যা একটি সাদা রেখা অনুসরণ করবে। লাইন ফলোয়ার রোবট মূলত একটা লাইনকে সনাক্ত করে এবং তার উপর দিয়েই চলে।
LFR কেন?
কারণ এটি একটি রোবট যেটা একটি রেখাকে অনুসরণ করে চলে, হতে পারে সেটা একটি সাদা তলের উপর কালো রঙের রেখা; বা এর উল্টোটা। সাধারনত লাইন ফলোয়ার রোবটকেই শিক্ষানবিশদের প্রথম রোবট হিসেবে দেয়া হয়।
ইভেন্টের বিস্তারিতঃ
** ভেন্যুঃ রুম নাম্বার ৪১১, প্রশাসনিক ভবন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ।
** ওয়ার্কশপটি যে কোনো বিশ্ববিদ্যালয় এবং কলেজ লেভেলের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত।
** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্যাতীত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যে রেজিষ্ট্রেশন লিংক: goo.gl/mYGS3r
* সার্টিফিকেট ও রিফ্রেশমেন্ট
* সাইন্সশপবিডি থেকে ৫% ছাড়ে রোবোটিক্সের আনুষংগিক জিনিস কেনার সুযোগও কুমিল্লায় ফ্রি শিপিং
* বাংলাদেশ সায়েন্স সোসাইটির সাথে পরবর্তীতে কাজ করার সুযোগ
* এবং ৫০% ছাড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নতুন সদস্য পদ গ্রহনের সুযোগ
সাম্প্রতিক মন্তব্য