আলোকচিত্রীর ক্যামেরায় সূর্যকে অতিক্রমকারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ছবি

0
499

সঠিক সময়ে সঠিক স্থানে অবস্থান করতে পারার প্রয়োজনীয়তা বোঝা যাবে এই ছবি থেকে। নাসার আলোকচিত্রী জোয়েল কোস্কি ক্যালিফোর্নিয়ার নিউবারি পার্কে অবস্থান করছিলেন যখন সূর্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) এবং তিনি একই সরলরেখায় ছিলেন।

iss-solar-transit

ছবিতে কালো অবয়বে পৃথিবীর উপর দিয়ে ISS কে অতিক্রম করে যেতে দেখা যাচ্ছে যখন তার পেছনে ছিলো সূর্য। ১০ টি ছবি তুলে পরে সেগুলোকে জোড়া দিয়ে এই কম্পোজিট ছবিটি তৈরি করা হয়েছে।

জোয়েল কোস্কি যখন ক্যালিফোর্নিয়ার নিউবারি পার্কে অবস্থান করছিলেন তখন তাঁর মাথার উপর দিয়ে ISS চলে যাওয়ারই কথা ছিলো। তিনি তাই ছবি তোলার জন্য তাঁর ক্যামেরা নিয়ে প্রস্তুতই ছিলেন। ISS প্রতি সেকেন্ডে পাঁচ মাইল করে অর্থাৎ প্রতি ঘন্টায় ১৮ হাজার মাইল বা ২৯ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে।

প্রকান্ড আকারের কারণে ISS এর অবস্থান জানা থাকলে একে কে রাতের বেলায় খুব সহজেই সনাক্ত করা যায়। তবে দিনের বেলায় এধরনের ছবি তুলতে হলে সতর্ক থাকতে হবে কারণ খালি চোখে সূর্যের দিকে তাকানো অত্যন্ত ক্ষতিকর।

-বিজ্ঞান পত্রিকা ডেস্ক

মন্তব্য করুন