ভয়াবহ মাকড়শার জাল

0
604

২০১০ এর জুলাইয়ের দিকে পাকিস্তানের সিন্ধু এলাকায় দীর্ঘস্থায়ী এবং প্রবল বন্যা হয়েছিলো। সেই সময় সেই এলাকার মাকড়শা জাতীয় প্রানীগুলো বিভিন্ন গাছে আশ্রয় নিয়েছিলো এবং সমগ্র এলাকার গাছগুলোকে জাল বুনে ছেয়ে ফেলেছিলো! নজিরবিহীন এই ঘটনা বন্যাপিড়ীত এলাকার লোকজনের জন্য বাড়তি উৎপাত হিসেবে দেখা দিয়েছিলো।

This slideshow requires JavaScript.

মন্তব্য করুন